Mangal Deep Jele Lyrics | Lata Mangeshkar | Protidan

Mangal Deep Jele Lyrics From Protidan Bengali Movie

Presenting Mangal Deep Jwele Bengali Song Is Sung by Lata Mangeshkar Music Composed by Bappi Lahiri And Lyrics written by Gauriprasanna Mazumder. Starring: Victor Banerjee, Sharmila Tagore, Ranjit Mullick, Nasiruddin Shah And Lily Chakraborty.

Film Title: Pratidan (1983)
Singer: Lata Mangeshkar
Music: Bappi Lahiri
Lyricist: Gauriprasanna Mazumder
Director: Prabhat Roy
Label: Saregama India Ltd

Mangal Deep Jele Lyrics In Bangla

মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু (x2)

যে তুমি আলো দিতে
প্রতিদিন সূর্য উঠাও
ওদের বুঝিয়ে দাও সেই তুমি
পাথরেও ফুল যে ফোটাও
জীবন মরুতে
করুনা ধারায় ধরো প্রভু।

মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু

বল তার কি অপরাধ
জন্ম হয়েছে যার পাকে
তোমার ক্ষমা দিয়ে তুমি
ফোটাও পদ্ম করে তাকে
ভুল পথে গেলে
তুমি এসে হাত ধর প্রভু।

মঙ্গল দ্বীপ জ্বেলে
অন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভু
তবু যারা বিশ্বাস করে না তুমি আছ
তাদের মার্জনা করো প্রভু

মঙ্গল দ্বীপ জ্বেলে লিরিক্স



from
via Bd Lyrics Topper
Categories:
Similar Movies

0 মন্তব্য(গুলি):