Duko Lyrics - Rishi Panda | দুকো লিরিক্স

Duko Lyrics by Rishi Panda


Duko Lyrics by Rishi Panda Bengali Song. Music Composed by And Duko Song Lyrics Written by Rishi Panda.
দুকো গানটি গেয়েছেন, সুর দিয়েছেন এবং লিরিক্স লিখেছেন ঋষি পণ্ডা।

Duko Song Details
Song Name : Duko 
Vocal, Music & Lyrics : Rishi Panda
Video : Subhasis Mukherjee 

Duko Lyrics In Bengali

খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে 
অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে,
খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে 
(বুঝেও বোঝো না)
অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে,
(সময় চেনো না)

কিজে তুমি ব্যাস্ত সারাক্ষণ 
থাকো সারাদিন নিখোঁজ,
তবু না থাকলে পাশে একা 
মনে খুঁজে যাই রোজ। 

দেখালে কি জাদু কঠিন এ পথ চলা 
দেখালে কি জাদু কঠিন এ পথ চলা।। 

আটকে পড়নি কোনো প্রশ্নের জবাবে
অভিমান জমা করা ছিল যে স্বভাবে,
তোমার রঙিন দিন আমার সাদামাটা
এর চেয়ে তো ভালো হতো 
হাত ছেড়ে পথ হাঁটা। 

বাড়ে যে নেশা শুধু তুমি পাশে থাকলে
রাগ যায় মুছে তুমি ভালোবেসে ডাকলে। 

কারণে অকারণে চোখের জল ঝরালে 
ফিরে চলে যাও কেন আমি হাত বাড়ালে ?

মন যে অসুস্থ সারাক্ষণ 
আর চোখে ঘুম নিখোঁজ,
তবু না থাকলে পাশে একা 
মনে খুঁজে যাই রোজ। 

দেখালে কি জাদু কঠিন এ পথ চলা 
দেখালে কি জাদু কঠিন এ পথ চলা।। 

Duko Lyrics - Rishi Panda

Duko Lyrics by Rishi Panda Bengali Song


from
via Bd Lyrics Topper
Categories:
Similar Movies

0 মন্তব্য(গুলি):